আরও ৪১৯ বাংলাদেশিকে ওমান থেকে ফিরতে হচ্ছে

সামনের সোমবার আরও ৪১৯ জন বাংলাদেশি প্রবাসী ঢাকায় ফিরে আসছেন। করোনার কারণে কাজ হারানো এই প্রবাসীরা বিমান বাংলাদেশের ৭৭৭-৩০০ ফ্লাইটে ফিরবেন বলে জানিয়েছে গালফ নিউজ।

২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ওমানকে বিদায় জানানোর অপেক্ষায় থাকা এই প্রবাসীদের মধ্যে দুর্ঘটনায় আহত এক ব্যক্তিও আছেন। যার পাঁজড় ভেঙে গেছে।

বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ম্যানেজার মোহাম্মদ তাওহিদ জানিয়েছেন, বাংলাদেশ সরকার এবং দূতাবাসের সহযোগিতায় ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ফিরতি টিকিটের পুরোটা বা কিছুটা বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।

‘ওমানের বিভিন্ন অঞ্চলে থাকা বাংলাদেশিদের আমরা দেশে ফিরতে সাহায্য করছি। যারা অর্থাভাবে টিকিট কাটতে পারছেন না, তাদের পাশেও দাঁড়াচ্ছি,’ জানিয়ে তাওহিদ বলেন, ‘সামনের ফ্লাইটের জন্য আমরা একটি স্ট্রেচার কেস নিয়েছি। দুর্ঘটনায় আহত একজন এখন হাসপাতালে আছেন। আশা করছি নিরাপদে তাকে দেশে পাঠাতে পারব।’

করোনা মহামারীর সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ফিরে আসছেন। ওমান থেকে গত দুই-তিন মাসে কয়েক শ বাংলাদেশিকে একইভাবে ফিরতে হয়েছে।