আমাকে বাঁচান…

সব খবর ডেস্ক : আমি মোঃ জালালউদ্দিন মিয়া, পিতাঃ- মৃত মোজাফ্ফর মিয়া, গ্রামঃ- তরা, থানাঃ- ঘিওর, জেলাঃ- মানিকগঞ্জ। মালয়েশিয়া কর্মরত থাকা অবস্থায় ২ বছর আগে থেকে লিভার থিরোসিসে ভুগছি। নভেম্বরে দেশে ফিরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিতে থাকি। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা আমাকে ভারতে ভেলুরে সিএমসিতে রেফার্ড করে। সেখানে ৪০ দিন চিকিৎসা নেয়ার পর চিকিৎসকরা জানান লিভার পুনঃ স্থাপন করতে হবে। এ জন্য ৪০ লক্ষ টাকার প্রয়োজন। ইতিমধ্যে আমি আমার স্বজনদের নিকট থেকে ধার দেনা করে চিকিৎসা করিয়েছি। বর্তমানে এই ৪০ লক্ষ টাকা যোগাড় করার সাধ্য আমার নেই। তাই জীবন বাঁচাতে সুচিকিৎসার জন্য স-হৃদয় ব্যাক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা কামনা করছি। গৃহিনী স্ত্রী মাসুমা আক্তার, ৮ম শ্রেণীতে অধ্যয়নরত কন্যা জায়িদা জাহান তন্নী ও প্লে-শ্রেণীতে অধ্যয়নরত পুত্র মুক্তাকীম ইবাদীকে নিয়ে আমার সংসার।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ

হিসাবের নাম : মাসুমা
সঞ্চয়ী হিসাব নম্বর : ৩৭০১১০২৩১৫০৯৪০০১,
ব্যাংকের নাম : ব্র্যাক ব্যাংক, মানিকগঞ্জ শাখা।

সব খবর/ মানিকগঞ্জ/ ১৩ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন