আন্তর্জাতিক মিডিয়া সম্মেলনে ৩ বাংলাদেশি

১৫ থেকে ১৭ জুলাই লন্ডনের থমসন রয়টার্স হেডকোয়াটার্সে অনুষ্ঠিত হয়ে গেল পরবর্তী প্রজন্মের সাংবাদিকতা সম্পর্কিত ‘ফিউচার নিউজ ওয়ার্ল্ড ওয়াইড ২০১৯’ সম্মেলন। সেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছেন উদীয়মান তিন বাংলাদেশি সাংবাদিক।

ফিউচার নিউজ ওয়ার্ল্ড ওয়াইডে অংশগ্রহণকারী তিন বাংলাদেশি হলেন দ্য ডেইলি স্টারের সহ-সম্পাদক আনিলা তারান্নুম ও আজমিন আজরান এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কমিউনিকেশন্স অফিসার নাফিসা হাসান।

বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ও ডিজিটাল মিডিয়ার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ব্রিটিশ কাউন্সিল ‘ফিউচার নিউজ ওয়ার্ল্ড ওয়াইড ২০১৯’ নামে এ সম্মেলনের আয়োজন করছে। প্রতিযোগীরা সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি ছিল খ্যাতিমান সাংবাদিকদের সঙ্গে আলোচনার সুযোগ। এদের মধ্যে রয়েছেন ক্রিশ্চিনা ল্যাম্ব, চিফ ফরেন করেসপন্ডেন্ট, সানডে টাইমস; শ্রীনিভাষণ জেইন, ম্যানেজিং এডিটর, নিউ দিল্লি টেলিভিশন লিমিটেড; সনি সুই, কো-ফাউন্ডার, মিয়ানমার টাইমস এবং টেড টক বক্তা ‘টকিং টু স্পাইডারর্স ইন জেল।’

প্রতিযোগিতায় লক বাছাইপর্বের মাধ্যমে তিন হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত হয়েছেন তিন বাংলাদেশি তরুণ সাংবাদিক। বিশ্বের ৫৩টি দেশের ১০০ জন প্রতিনিধির মাঝে তারা সম্মেলনে লাল সবুজের প্রতিনিধিত্ব করেছে।
সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ডেইলি স্টারের সহ-সম্পাদক আজমিন আজরান বলেন, ‘সংবাদ যেভাবে পঠিত এবং উৎপাদিত হয় তা প্রতিনিয়ত পরিবর্তনশীল। এফএনডব্লিউ আমাকে বর্তমান ধারার সঙ্গে তাল মিলিয়ে চলার সুযোগ দেবে এবং সেখানে আমি আমার অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেয়ার সুযোগ পাব।’

রয়টার্সের সাবেক এডিটর ইন চিফ এবং ফিউচার নিউজ অ্যাডভাইজরি বোর্ডের সভাপতি মার্ক উড বলেন, ফিউচার নিউজ ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের উদীয়মান সাংবাদিকদের কাছে আকর্ষণীয়। এই সম্মেলনটি মুক্ত গণমাধ্যম এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বকে প্রচার করে। অভিজ্ঞ সাংবাদিকদের কাছ থেকে অংশগ্রহণকারী তরুণরা দিকনির্দেশনা অর্জন করতে পারবে।