আত্মহত্যা প্ররোচনাকারীদের ফাঁসীর দাবীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষার্থী লাবন্য আক্তার এর আত্মহত্যার প্ররোচনাকারী রুমান মিয়া ও স্বাক্ষর সাহার ফাঁসীর দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার সকালে খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বড়াই-হিজুলী এলাকাবাসী শহরে বিক্ষোভ মিছিল বের করে।

পরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার এক সপ্তাহের বেশী সময় পাড় হলেও পুলিশ এখনো কোন আসামী ধরতে পারেনি। বক্তারা অবিলম্বে অভিযুক্ত বখাটে রুমান মিয়া তার বন্ধু স্বাক্ষর সাহাকে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

নিহত লাবন্য আক্তার খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে পৌরসভার বড়াই এলাকার ব্যবসায়ী সিদ্দিক খানের মেয়ে।

নিহত লাবণ্যর মা সুরাইয়া আক্তার গত ১০ই এপ্রিল মানিকগঞ্জ সদর থানায় রুমান মিয়াকে আসামী করে আত্মহত্যা প্ররোচনার একটি মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, পুর্ব দাশড়া এলাকার কালাম মিয়ার ছেলে বখাটে রুমান মিয়া স্কুলে যাওয়া আসার পথে লাবণ্যকে উত্যক্ত করতো। লাবন্যর অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেভিয়ে তার কাছ থেকে সে নেশার জন্য টাকা নিতো। গত ৯ এপ্রিল সকালে রুমান লাবন্যর কাছে মোবাইল ফোনে টাকা দাবি করে। লাব্যন্য টাকা জোগাড় করতে না পেরে নিজ ঘরে আত্মহত্যা করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান,আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সব খবর/ মানিকগঞ্জ/ ১৯ এপ্রিল ২০১৮/ লিটন