আগুনে পুড়িয়ে ব্যবসায়ীকে হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে ঝুট ব্যবসায়ী সুমন মিয়াকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পটুয়াখালীর মিরাজগঞ্জের এক আত্মীয়ের বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বিপ্লব, তার স্ত্রী শায়লা আক্তার, সোহেল মণ্ডল ও হোটেল মাসুদ। তারা সবাই একাধিক মাদক মামলারও আসামি। তাদের বাড়ি মাসদাইর এলাকাতে।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, পটুয়াখালীর মিরাজগঞ্জের এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিল ওই চারজন। পরে শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবাই সুমন হত্যাকাণ্ডের মামলায় এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, বিপ্লব ও সোহেল মণ্ডল কয়েক মাস আগে নিহত সুমনের কাছ থেকে ৭০ হাজার করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা ধার নেয়।

গত ৩১ আগস্ট ওই পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে রাতে ফোন করে বাসা থেকে সুমনকে ডেকে বিপ্লবের বাসায় নেয়। সেখানে বিপ্লবের স্ত্রী শায়লা আক্তার, সোহেল মণ্ডল ও হোটেল মাসুদ সুমনকে ঝাঁপটে ধরে।

এ সময় বিপ্লব কেরোসিন ঢেলে সুমনের শরীরে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। সেখানে ১ সেপ্টেম্বর ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুমন। ওই ঘটনায় গ্রেফতারকৃত ৪জনকে আসামি করে নিহতের মা কিসমত বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।