কাজী হায়াত নির্মাণ করতে যাচ্ছেন তার ৫০তম ছবি। আর এ ছবিতে থাকছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। এ ছবির নায়িকা কে হবে তা নিয়ে চিত্রপাড়ায় অনেক কথা শুনা যাচ্ছিল। অবশেষে জানা গেল এই ছবিতে শাকিবের নায়িকা হচ্ছেন বুবলী।
সোমবার থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘বীর’র শুটিং শুরু হয়েছে। তবে প্রথম লটে শুটিংয়ে অংশ নিচ্ছেন না শাকিব খান ও বুবলী। এই পর্যায় শুধুমাত্র শাকিব খানের ছোটবেলার কিছু অংশের শুটিং করছেন নির্মাতা। সিনেমার মূল শুটিং শুরু হবে আসন্ন ঈদুল আজহার পর।
কাজী হায়াতের পঞ্চাশতম সিনেমাটিতে শাকিব-বুবলী ছাড়া আরও অভিনয় করছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, নানা শাহ, হাবিব, শিবা সানুসহ অনেকে। গত ডিসেম্বরে একটি গানের রেকর্ডিংয়ের মধ্য দিয়ে ‘বীর’র কাজ শুরু হয়। সিনেমাটি নির্মিত হচ্ছে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে।