অন্যায়ের সাথে কোন আপোষ নয়: পুলিশ সুপার রিফাত

স্টাফ রিপোর্টার: আইনের শাসন রক্ষায় কাউকে কোন ছাড় দেয়া হবে না বলেছেন মানিকগঞ্জের নবাগত পুলিশ সুপার রিফাত রহমান শামিম। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান ও অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমানকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সহ-সভাপতি সাইফুদ্দিন আহম্মেদ নান্নু, আহম্মেদ সাব্বির সোহেল, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুগ্ন সম্পাদক শাহানুর ইসলাম, সহ- সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুজন, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাবেক সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক শাহ্জাহান বিশ্বাস, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম লিটনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

সব খবর/মানিকগঞ্জ/১৫ মার্চ ২০১৮/সোহেল