অনুমোদনহীন টিকা দেওয়ায় টিকাদানকারীকে পুলিশে সোপর্দ

পার্থ হাসান, পাবনা : পাবনায় পিটিআই প্রশিক্ষণার্থীদের হেপাটাইটিস বি ভাইরাসের অনুমোদনহীন ভুয়া টিকা দেয়ার অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরের এ ঘটনায় বিক্ষুব্ধরা টিকাদানকারী প্রতিষ্ঠানের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এদিকে, টিকা প্রদানকারী ওই প্রতিষ্ঠানের কোন বৈধ অনুমোদন না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিস।

ভুক্তভোগী প্রশিক্ষণার্থীরা জানান, গত কয়েক মাস ধরে পিটিআই প্রশাসনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের শ্রীরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া নামের একটি কোম্পানীর জেনভেগ বি নামের টিকা দিয়ে আসছে পটুয়াখালীর ডিজেবল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি টিকা গ্রহণের পর একজন নারী প্রশিক্ষণার্থী অসুস্থ হয়ে পড়েন।

বুধবার ঐ এনজিওর কর্মীরা আবারো টিকা দিতে আসলে, অনুমোদন ও উপকরণ দেখতে চান প্রশিক্ষণার্থীরা। পরে সিভিল সার্জন অফিসের প্রতিনিধিরা টিকার উপকরণ পরীক্ষা করে প্রাথমিক ভাবে ভূয়া বলে মত দেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টিকাদাতা প্রতিষ্ঠানের কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পাবনা সদর থানার এসআই মোহাইমিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সব খবর/ পাবনা/ ২৫ এপ্রিল ২০১৮/ লিটন